প্রেরনা
আমার মা বলতো যে পানিতে ডুব দিও ততটুকু পর্যন্ত,যেখান থেকে তুমি ফিরে আসতে পারো সহজেই।এই কথার উপলব্ধিটা আজ বুঝতে পারছি। ধন্যবাদ 'মা'। সময় যাচ্ছে--- প্রকৃতির সাথে সাথে পরিবর্তন হচ্ছে আমাদের মন- মানসিকতা।এই ঘুর্ণয়মান পৃথিবীতে কোন কিছুই স্থির না মাঝে মাঝে এই আহ্নিক গতি জিনিসটা কেমন যেনো মিথ্যা মনে হয় কারন পৃথিবীর সাথে সাথে আমরাও ঘুরতেছি কোন কিছুই এর বাইরে না।পরিবর্তনের লীলায় যেনো আমি একটু বেশি মেতছি, অনেক কিছুই এক সময় মানতে পারতাম না কিন্তু এখোন সেটা অবলিলায় গ্রহন করতেছি, মানতেছি।আপনাদের অবহেলার চাহনিটা আমার প্রেরনার উৎস হিসেবে কাজ করতেছে।