পরিবর্তন

পরিবর্তন স্বাভাবিক...... প্রকৃতির স্বভাবিক নিয়মে এটা চলতে থাকবে...প্রকৃতি যেমন তার রুপ ক্ষণে ক্ষণে বদলাতে থাকে, আমরা মানুষ তার ব্যতিক্রম নাহ।আমাদের রুপ, মানুষিকতা সবকিছু পরিবর্তনশীল।মানুষের রুপ পরিগ্রহের মাঝে সবকিছুই বেমানান।
সত্যই আজ আমিও অনেক বদলে গেছি
এই বদলানোটা কে আমি প্রকৃতিকে দায়ী করবো নাকি কিছু মানুষকে। অবশ্যই প্রকৃতিকে দায়ী করবো,মানুষ তো প্রকৃতির  ই অংশ প্রকৃতির পরিবর্তনের মধ্যে মানুষ  ও ব্যতিক্রম নয়।
অবশ্য পরিবর্তন টা খারাপ হয়নি ধন্যবাদ সেইসব মানুষকে যারা পরিবর্তনের জন্য প্রভাবিত করেছে।
আপনাদেরকথা,চাহনি,ব্যবহার প্রতিটা বিষয় বার বার চোখের সামনে ভাসে।
অবশ্য প্রাকৃতিক নিয়মে এই বিষয়গুলো ফেরত পাবেন কারন প্রকৃতি দায়বদ্ধ থাকতে পছন্দ করে না।
জীবনে কিছু মানুষ পেয়েছি যাদের কথা,স্নেহ,উৎসাহ,আমার আগামী পথ চলার প্রেরনা যুগিয়েছে, শিখিয়েছে নতুনভাবে পথ চলতে।
ভালো থাকুক পরিবর্তনকারীগন।




শাহীন পারভেজ/বশেমুরবিপ্রবি-২৭/০২/২০১৭

Comments

Popular posts from this blog

Request for Meeting to Discuss PhD Opportunities

How to earn money from blog post ?