বন্যা ও মানবতা
"বন্যার জলে ভেসে যায় প্রাণী/মুছে যায় মানবতার গ্লানি, শস্য শ্যামল বাংলায়/জেগে ওঠে হাহাকার ধ্বনি" অন্ন নেই খাদ্য নেই,/ শোনা যায় শুধু অবুঝ শিশুর ক্রন্দনধ্বনি।" মানবদেহের শিরা-উপশিরার মতো বাংলাদেশের ভেতর দিয়ে প্রভাবিত হয়েছে অসংখ্য নদী-নালা,খাল,বিল,হাওড়,বাওড়। মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তাছাড়া হিমালয় পর্বতের বরফ গলা পানির প্রভাবে এ দেশের নদ-নদীগুলো প্রয় সব সময়ই পূর্ণ থাকে।একদিকে বরফ গলা পানি। নদীগুলো ভরে উঠতে থাকে,অপরদিকে বারিপাতের ফলেপানিতে নদীর দু'কুল ছাপিয়ে তৃনভূমি প্লাবিত হয়। তার ফলে দেখা দেয় বন্যা। এটা বাংলাদেশের জন্যে মারাত্বক প্রাকৃতিক দুর্যোগ ও মহা-অভিশাপ। প্রতি বছর বন্যায় দেশের আনুমানিক ৫০ কোটি টাকার ফসল বিনিষ্ট হয় ( আনুমানিক)। বর্তমান ...