বাংলাদেশে করোনা পরবর্তী সংকট মোকাবেলায় করনীয়
করোনা দুর্যোগ এক বিভীষিকা নাম। নানা সময়ে বিভিন্ন দুর্যোগ নানারুপে ফিরে আসে মানবজীবনে। কেড়ে নিয়ে যায় অসংখ্য মানুষের জীবন, নির্মম পদে দলে যায় মানুষের জীবনের তিল তিল করে জমানো সম্পদের ডালা। ঝড়,খরা,জলোচ্ছ্বাস,অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্পের মত দুর্যোগ না এ দুর্যোগ অদৃশ্য ক্ষুদ্র করোনা ভাইরাস যার ছোবলে পুরো বিশ্ব আজ গৃহবন্দী। এটি সমাজের কাজকর্মের প্রচন্ডভাবে বিঘ্ন ঘটাচ্ছে।সারা বিশ্বের ২১০ টা দেশ ইতিমধ্যে করোনার কবলে আক্রান্ত। বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয় ৮ মার্চ, ২০২০ তারিখে এরপর থেকে ৪৫ তম দিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের৷ দেশের ৫৮ টি জেলা তে এখন পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে। করোনার তীব্রতা ক্রমশই ভয়ানক রুপ ধারণ করতেছে। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের একটি দেশ যার সিংহভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হয় বৈদেশিক রেমিট্যান্স ও পোশাক খাতের উপর ভিত্তি করে। দেড় মাস থেকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের কারনে যার ফলে দেশের মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। বাইরের দেশগুলোতে লকডাউন থাকার জন্য ...